কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি.এসসিগৃহীত কোর্সসমূহ:
| ||
চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা স্কুল ও কলেজ২০১৪-২০১৬ উচ্চমাধ্যমিক সার্টিফিকেটজিপিএ: ৫ এর মধ্যে ৫ | ||
চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা স্কুল ও কলেজ২০১২-২০১৪ মাধ্যমিক সার্টিফিকেটজিপিএ: ৫ এর মধ্যে ৫ |
সফটওয়্যারটি মূলত আমার জাভা ল্যাব কোর্সের প্রোজেক্ট হিসেবে বানানো। এটি যেকোনো ফাইলকে নির্দিষ্ট কিছু এলগরিদমের মাধ্যমে encrypt অথবা Decrypt করতে পারে।
এই এন্ড্রয়েড এপ দিয়ে কোনো এলাকার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ক্রাইম লোকেশনসহ পোস্ট করা যাবে। তাছাড়া পোস্ট করা ক্রাইম গুলোকে সিমুলেট করে একটি নির্দিষ্ট এলাকাকে অপরাধপ্রবণ বলে চিহ্নিত করা যাবে। তাছাড়া এপটি তে আরোও নানা ধরণের ফিচার দেয়া হয়েছে। এপটি software engineering কোর্সের একাডেমিক প্রোজেক্ট হিসেবে বানানো।
এটি একটি ক্রোম এক্সটেনশন যা যেকোনো নতুন ফিসিং সাইট কে মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ফিশিং হিসেবে চিহ্নিত করতে পারে। এপটির backend-এ কাজ করা মডেলকে আরোও উন্নত করার জন্য আমি বর্তমানে কাজ করছি।
ভার্সিটির কোনো অনুষদের ঘটে যাওয়া প্রোজেক্টগুলো এক জায়গায় সংগ্রহ করে রাখার জন্য এই সাইটটি বানানো। সাইটটি মূলত Database Management কোর্সের জন্য প্রোজেক্ট হিসেবে বানানো হয়েছিল।
সাধারণত থিসিস আর প্রোজেক্টের জন্য বিভিন্ন টিম সিলেক্ট করা এবং সেই টিম গুলোর জন্য উপযুক্ত সুপারভাইজার নিয়োগ করার প্রয়োজন পড়ে। এই সাইটটির কাজ মূলত এই প্রসেস টাকে অটোমেট করা।
clickbait নিউজ অর্থাৎ নিউজ হেডলাইন আর নিউজ কন্টেন্টের মধ্যে অমিল থাকা কিংবা অপ্রাসঙ্গিক হেডলাইন ব্যবহার করা সয়ঙ্ক্রিয়ভাবে বের করার জন্য এই থিসিস রিসার্চ। সাধারণত এটা নিয়ে অন্যান্য ভাষায় অনেক কাজ হলেও বাংলা ভাষায় তেমন কোনো রিসার্চ হয় নি।
এটা আমার শখের বসে বানানো একটা টেলিগ্রাম বট যা নিজের পাঠানো ফাইল্গুলোই আবারও ফরওয়ার্ড করবে। শুধু তাই নয় এই বট দিয়ে যেকোনো আপলোডেড ফাইলের সেন্ডারকে হিডেন রেখে সেন্ড করা সহ ফাইলের ক্যাপশন রিমুভ করা, ক্যাপশন এড করা এসব কাজও করা যাবে।
কোর্সটিতে মেশিন লার্নিং এর বেসিক থেকে এডভান্স পর্যন্ত প্রায় সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কেউ মেশিন লার্নিং একদম শুরু থেকে করতে চায়, তবে কোর্সটি তার জন্য সবচেয়ে সবচেয়ে সহায়ক হবে। কোর্সটি সব মিলিয়ে ১১ সপ্তাহের কোর্স এবং এতে পাস করতে গেলে ১১ সপ্তাহের সবগুলো এসাইনমেন্ট আর কুইজ কমপ্লিট করতে হবে।
কোর্সটিতে মেশিন লার্নিং এর মৌলিক বিষয় গুলোকে অনেক সহজ করে উপস্থাপন করা হয়েছে যা নতুনদের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং এতে Scikit-learn এর মতোই মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক Turi Create নিয়ে আলোচনা করা হয়েছে। কোর্সটির সব মিলিয়ে চারটি ভাগ আছে যার শুধু একটি ভাগ আমি সম্পন্ন করেছিলাম।
গুগলের এই কোর্সে গিট এবং গিটহাবের একদম বেসিক থেকে সব খুটিনাটি সহজ করে বোঝানো হয়েছে। গুগলের ল্যাব এবং কিছু কাস্টম টাস্ক সহ কোর্সটি গিট এবং গিটহাব নিয়ে শেখার জন্য সবচেয়ে আদর্শ কোর্স। আমি সম্পূর্ণ কোর্স এবং সব এসাইনমেন্ট সম্পন্ন করেছিলাম এবং কোর্সটি খুব উপভোগ করেছিলাম।
সিসকোর এই কোর্সে সাইবার সিকিউরিটির মৌলিক ধারণা গুলোর পাশাপাশি কিছু এডভান্সড বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। কোর্সটি আমি আমার একাডেমিক কোর্সের অংশ হিসেবে সম্পন্ন করেছিলাম।
ইউডেমির এই কোর্সে একদম ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচারস আর এলগরিদম গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সহজ উপস্থাপনা এবং নতুন ভাবে এলগিরদম গুলোকে বোঝানোর পাশাপাশি কোর্সটির ইন্সট্রাকটর-ও ছিলো অসাধারণ। কম্পিটিটিভ প্রোগ্রামিং-এ এলগিরদমের ধারণা ক্লিয়ার করার জন্য এই কোর্সটি করেছিলাম